নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে পুলিশ বাঁধা দিয়েছে বলে অভিযোগ করেছে নেতাকর্মীরা। এতে মিছিল পন্ড হয়ে যায়।
শনিবার (৬ মার্চ) দুপুরে লেখক ও সাংবাদিক মুসতাক আহমেদ ও সাংবাদিক মুজাক্কির হত্যা এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আনসার ক্যাম্পের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা স্বেচ্ছাসেবক দল।
পরে বাঁধা পেয়ে সেখানেই মিছিল শেষ করেন নেতা কর্মীরা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন; টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন; জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ; সহ-সভাপতি মনির হোসেন; লিটন পাল; অ্যাডভোকেট রিপন; যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান খান; মিজানুর রহমান সাজু; সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল; সদর থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অ্যাডভোকেট সামিম আল মামুন; ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী জুয়েলসহ স্বেচ্ছাসেবকদলের অন্যান্য নেতৃবৃন্দ। সম্পাদনা – অলক কুমার