নিজস্ব প্রতিবেদক : সারা বাংলাদেশের মতো টাঙ্গাইলেও নানা আয়োজনে পালন করা হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সরকারী দপ্তরগুলো আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।
কিন্তু ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি গুরুত্ব পায়নি টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষের কাছে।
তাই এই দিনে সারা বাংলাদেশের মতো টাঙ্গাইলের সকল সরকারি দপ্তরগুলো বর্ণিল সজ্জায় সজ্জিত হলেও শুধু ব্যতিক্রম সওজ বিভাগের কার্যালয়।
টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের উদাসীনতার জন্যই নির্বাহী প্রকৌশলীর কার্যালয় অন্যান্য সাধারণ রাতের মতো অবস্থা বিরাজ করছে।
অথচ এ অফিসের পাশেই গণপূর্ত বিভাগ, আরো একটু দক্ষিণে পানি উন্নয়ন বোর্ডের অফিস; সাজানো হয়েছে জাকজমকপূর্ণ আলোক সজ্জায়।
ঐতিহাসিক ৭ মার্চে সরকারী দপ্তরগুলো বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হলেও টাঙ্গাইলে সড়ক ও জনপথ কার্যালয় তা থেকে কেন বিরত রয়েছে: তার কোন উত্তর পাওয়া যায়নি।
এ ব্যাপারে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওয়ালীউল্লাহ’র সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
তবে সড়ক ও জনপথ বিভাগের এসডি আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানিনা।
আমি মির্জাপুর উপ-বিভাগীয় অফিসে দায়িত্ব পালন করছি। সম্পাদনা – অলক কুমার