নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে পুলিশ সুপারের বক্তব্য গ্রহণের সময় সাংবাদিকের মোবাইল চুরি করেছে চোর।
রোববার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল পৌরসভার নিরালা মোড়ে এসপির বক্তব্য নেয়ার সময় এই চুরির ঘটনা ঘটে।
চুরি যাওয়া মোবাইলের মালিক সাংবাদিক মেহেদী হাসান মৃদুল বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির টাঙ্গাইল জেলা বিশেষ প্রতিনিধি ও দৈনিক কালবেলার টাঙ্গাইল জেলা প্রতিনিধি।
জানা যায়, রোববার সকাল ১১টায় করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার বিতরণসহ সচেতনামূলক প্রচারণা শুরু করে জেলা পুলিশ।
শেষে পুলিশ সুপারের সাক্ষাতকার নেওয়ার সময় কে বা কারা সাংবাদিক মৃদুলের প্যান্টের সামনের পকেট থেকে মোবাইলটি নিয়ে যায়।
সাংবাদিক মেহেদী হাসান মৃদুল জানান, রোববার সকাল ১১টায় করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার বিতরণসহ সচেতনামূলক প্রচারণা চালায় জেলা পুলিশ।
কাজ শেষে পুলিশ সুপারের সাক্ষাতকার নেওয়ার সময় পাশ থেকে কে বা কারা আমার প্যান্টের সামনের পকেট থেকে মোবাইল নিয়ে যায়।
প্রথমে আমি মনে করেছি সাংবাদিকদের মধ্যে কেউ ঠাট্টা মস্করা করে নিয়েছে। পরে মোবাইলটি আর পাইনি।
মোবাইল চুরির যাওয়ার পর টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছি।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সাধারণ ডায়েরী করার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা – অলক কুমার