স্বাস্থ্য প্রতিবেদক : টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
আইসিইউ ইউনিটের ন্যাসাল ক্যানুলার প্লাগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে হাইভোল্টেজ ন্যাসাল ক্যানুলার প্লাগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। অল্পের জন্য বড় কোন দুর্ঘটনা ঘটেনি।
এদিকে আগুনের সূত্রপাত হলে আইসিইউ ইউনিটের চিকিৎসাধীন ১০ রোগীসহ পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনা রোগীরা মুহুর্তেই বেড ত্যাগ করে বাইরে বেরিয়ে আসে।
এ সময় টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি মো.ছানোয়ার হোসেন; জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি; সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান; পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীরসহ সংশ্লিষ্টরা হাসপাতালে যান ও ঘটনাস্থল পরিদর্শন করেন। সম্পাদনা – অলক কুমার