কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া উত্তরপাড়া ঝিনাই নদীর পাড় ভেঙে চল্লিশটি গ্রামের ফসলি জমি বন্যায় প্লাবিত হয়েছে।
গত বছর বর্ষার সময় নদীর তীব্র স্রোতে নদীর পাড় ভেঙ্গে যায়। এই একবছর সময়ে সরকারীভাবে নদীর পাড়টি মেরামত করা হয়নি।
সরোজমিনে দেখা যায়, গ্রামবাসী নিজেদের উদ্যোগ, সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণে নদীর পাড় বাঁধ মেরামত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসমত আলী জানান, বাগুটিয়া উত্তরপাড়া ঝিনাই নদীর পাড়সহ রাস্তা ভেঙ্গে যায়।
আমি মেরামত করতে চাইলে জমির মালিক বাঁধা দেয়। মাটি দিবে না জমির মালিক আর ওইখানে মাটি নেওয়ার কোনো ব্যবস্থা নেই, বড় যানবহন যাবে না।
শক্তিশালী পাড় বানানোর জন্য ব্লক দিয়ে পাড় তৈরী করতে হবে, পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শফি জানান, গ্রামবাসীর উদ্যোগে সবাই মিলে টাকা দিয়ে বাঁশ, খড় ও ত্রিফল দিয়ে নদীর পানি ফেরানোর চেষ্টা করা হচ্ছে; কিন্তু বেশি পানি বাড়লে এই বাঁধ থাকবে না।
স্থানীয় মমিন জানায়, নদী ভাঙ্গন পানিতে কৃষকের ধান নষ্ট হয়ে যাবে। ফসল অনেক ক্ষতি হয়েছে। তাই অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে এলাকার যুবকরা।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আজকে ৪৪ সেন্টিমিটার বিপদসীমা উপর দিয়ে যমুনা নদীর পানি।
বর্ষাকালে বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন বাড়ে। কালিহাতী উপজেলার বাগুটিয়া উত্তরপাড়া ঝিনাই নদীর পাড় ভেঙেছে এটা এখনো কেউ জানায় নি।
গুরুত্বপূর্ণ স্থান হলে প্রজেক্ট আসলে ব্লক দিয়ে পার বাঁধ দেওয়া হবে। সম্পাদনা – অলক কুমার