তানাকা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ক্রিড়া প্রতিবেদক : টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন বলেছেন, যুব সমাজের উন্নয়নে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে নেশা ও নানা অপরাধমুলক কর্মকাণ্ডের হাত থেকে নিরাপদে রাখা সম্ভব।

শুক্রবার বিকেলে টাঙ্গাইল পৌর এলাকা পাড় দিঘুলীয়া তানাকা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি যুব সমাজের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তানাকা স্মৃতি ফাউন্ডেশনের আহবায়ক ডা. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর; সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী; জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর্জা মঈনুল হোসেন লিন্টু।

ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীর বিক্রম।

স্বাগত বক্তব্য রাখেন তানাকা স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাতিল; শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. সোহেল রানা।

অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মাহবুবুর রহমান সুমন।

এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেনকে ফুল দিয়ে সংবর্ধনা জানান এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মহব্বত হোসেন।

তানাকা স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সোহেল রানার সার্বিক সহযোগিতায় শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উপভোগ করতে কয়েক হাজার নারী পুরুষ উপস্থিত হয়। সম্পাদনা – অলক কুমার