সখীপুর প্রতিনিধি : সখীপুরে চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রােববার ছিল মনােনয়নপত্র দাখিলের শেষদিন।
এসব ইউপিতে শুধু চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনােনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে কাঁকড়াজান ইউনিয়নে ২ জন, বহেড়াতৈল ৪ জন, যাদবপুর ৪ জন ও বহুরিয়া ইউনিয়নে ৩ জন।
আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এঁদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
তবে ভােটের মাঠে এই ১৩ জনই টিকে থাকবেন কিনা তা জানতে ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। চারটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ওই ১৩ চেয়ারম্যান প্রার্থী ছাড়া সাধারণ ইউপি সদস্য পদে ১৪১ জন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৪১ জন প্রার্থী মনােনয়নপত্র জমা দিয়েছেন।
মনােনয়ন দাখিলের শেষদিন পর্যন্ত চারটি ইউনিয়নে মােট ১৯৫ জন প্রার্থী মনােনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কর্মকর্তা মাে. আতাউল বলেন, অক্টোবর মনােনয়নপত্রের যাচাই-বাছাই; ২১ থেকে ২৩ অক্টোবর বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের; ২৪ ও ২৫ অক্টোবর আপিল নিষ্পত্তি; ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার; ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ ও ১১ নভেম্বর ভােট হবে।
নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্পাদনা – অলক কুমার