ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত প্রাইভেটকারের খুলে যাওয়া চাকার আঘাতে মোটরসাইকেল চালক মৃত্যু হয়েছে।
নিহত মোটরসাইকেল চালক মনিরুজ্জামান মনির (৩৫) উপজেলার নবরত্নবাড়ি গ্রামের আমীর মজিদের ছেলে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে ঘাটাইল উপজেলার হরিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘাটাইলের হরিপুরে চলন্ত প্রাইভেটকারের এক্সেল ভেঙ্গে সামনের বামপাশের চাকা খুলে যায়।
ওই সময় সড়কের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মনির।
প্রাইভেটকারের খুলে যাওয়া ওই চাকা মোটরসাইকেলটিকে সজোড়ে ধাক্কা দেয়।
মনির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লাগে।
এতে দুমড়েমুচড়ে যায় মেটারসাইকেল। গুরুতর আহত অবস্থায় মনিরকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা – অলক কুমার