নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা।
সোমবার ভোরে উপজেলার রাবনা বাইপাসের রিফুয়েলিং স্টেশন লি. এর সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি চট্টগ্রাম জেলা সীতাকুন্ড উপজেলার রহমতপুর গ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে মো. আবু হানিফ মিয়া (৩৮)।
সোমবার ( ৩ জানুয়ারি) সকালে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে.আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক লাখ ১২ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজা, ব্যবহৃত একটি মোবাইল, একটি সিমকার্ড ও নগদ ২ হাজার ৬৬০ টাকাসহ তাকে আটক করা হয়।
মাদক কারবারি মো. আবু হানিফ(৩৮) দীর্ঘ দিন যাবত মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিলো।
তিনি দীর্ঘদিন যাবত মাদকের কারবার করে আসতেছিলো।
তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার