নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ৬ষ্ঠ তম ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে মামুদনগর ইউনিয়নের কাজী পাড়ায় গ্রামবাসীর উদ্যোগে এ ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুদনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. শেখ জজ কামাল।
প্রতিযোগিতার উদ্বোধন করেন অগ্নিবীনা আইডিয়াল কলেজের শিক্ষক আব্দুল হাই মিয়া।
দূর-দূরান্ত থেকে রং-বে-রংয়ের লালমতি, বাহাদুর, বঙ্গবীর, সম্রাট বিভিন্ন নামের বাহারি ঘোড়া প্রাচীন বাংলার গ্রামীন জনপদের অন্যতম বিনোদন ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
কদমে ও দাপটে এই দুটি ধাপে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এলাকায় এমন বিনোদনমূলক ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষসহ হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হন।
প্রতিযোগিতা শেষে আলোচনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মাও: আ: হামিদ খান ভাসানী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. মনসুর আলী।
মো. আব্দুর রশিদ এর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মামুদনগর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আমির শিকদার ও ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্পাদনা – অলক কুমার