নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইল জেলা দক্ষিনে এবং মানিকগঞ্জ জেলার উত্তরে মাঝামাঝি পয়েন্টে কয়েক বছর যাবত অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল বালু খেকোরা।
সে সকল ড্রেজার বন্ধে নাগরপুর উপজেলা প্রশাসন মাঠে নেমেছে।
সোমবার (১৭ জানুয়ারী) বিকেলে সহকারী কমিশনার(ভূমি) মো. ইকবাল হোসেন এর নেতৃত্বে দুইটি ড্রেজার ধ্বংস করা হয়েছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের থেকে জানা যায়, যাদের ড্রেজার ধ্বংস করা হয়েছে তারা সবাই সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের বাসিন্দা।
বরাইদ খলিশাডহরা এলাকার নবনির্বাচিত ইউপি সদস্য মো. রমজান আলী এবং শালুয়াকান্দির আংগুর আলী অবৈধভাবে সুকৌশলে নাগরপুর এরিয়ায় ধলেশ্বরী নদীতে এ ড্রেজার বসিয়ে কলমাইদ; কাউয়াখোলা এলাকায় কারো তোয়াক্কা না করে ড্রেজার দিয়ে বালুর ব্যবসা করে আসছিল।
বিষয়টি টের পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালিত হয়।
জনস্বার্থে সরকারি রাজস্ব রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তা। সম্পাদনা – অলক কুমার