স্বাস্থ্য প্রতিবেদক : টাঙ্গাইলে দ্রুত গতিতে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমন।
শুক্রবার (২১ জানুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
বিষয়টি টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (২১ জানুয়ারি) ভোর ৬ টা পর্যন্ত ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়; শনাক্তের হার ২১ দশমিক ৮১ শতাংশ।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৭জন, সখীপুর, ঘাটাইল ও বাসাইল উপজেলায় ২ জন করে, দেলদুয়ার, ভূঞাপুর ও গোপালপুর উপজেলায় ১জন করে রয়েছে।
এ পর্যন্ত জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮৩ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬৩৯ জন। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় কোন রোগী মারা যায়নি।
জেলায় করোনায় এ পর্যন্ত ২৬০ জন মারা গেছেন।
এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) ১৩ জন, বুধবার (১৯ জানুয়ারি) ২৮ জন, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়।
এছাড়া গত সাত দিনের আক্রান্তের হার পর্যালোচনা করে দেখা যায়, জেলায় আক্রান্তের হার ২৫% এর উপরে; যা উদ্বেগজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, গণপরিবহনের মাধ্যমে করোনাভাইরাস বেশি ছড়াচ্ছে।
অপরদিকে দেশের বিভিন্ন প্রান্ত ভ্রমণকরী ব্যক্তিরাই করোনায় বেশি আক্রান্ত হচ্ছে।
করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। সম্পাদনা – অলক কুমার