তথ্যপ্রযুক্তি ডেস্ক : মোবাইলের অব্যবহৃত ডেটা ও টকটাইম নতুন প্যাকেজে ১ মার্চ থেকে যোগ হওয়ার কথা ছিল।
কিন্তু যোগ হবে আগামী ১৫ মার্চের পর অর্থাৎ ১৬ মার্চ থেকে।
মঙ্গলবার (০১ মার্চ) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নতুন প্যাকেজে অব্যবহৃত ডেটা ও টকটাইম ১ মার্চ থেকে যোগ করা হবে বলে এর আগে বিটিআরসি জানিয়েছিল।
আজ বিটিআরসি জানায়, এ নির্দেশ ১ মার্চ থেকে নয়, কার্যকর হবে ১৬ মার্চ থেকে।
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো অপারেটর নিয়মিত প্যাকেজ, গ্রাহক-কেন্দ্রিক বিশেষ প্যাকেজ এবং গবেষণা ও উন্নয়ন এই ৩টি বিভাগে ৯৫টি প্যাকেজ অফার করতে পারে।
সব ধরনের গ্রাহকদের জন্য নিয়মিত প্যাকেজ হতে পারে সর্বোচ্চ ৫০টি। গ্রাহক-কেন্দ্রিক বিশেষ প্যাকেজ হতে পারে সর্বোচ্চ ৫০টি।
বাকি ১০টি প্যাকেজ থাকবে গবেষণা ও উন্নয়ন বিভাগে। এর মাধ্যমে অপারেটররা প্যাকেজের কার্যকারিতা বিশ্লেষণ করতে পারবে।
প্রতিটি প্যাকেজে ৩ দিন, ৭ দিন, ১৫ দিন ও ৩০ দিন এই ৪ ধরনের মেয়াদ থাকবে।
যে কোনো মেয়াদের প্যাকেজ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কেনা হলে, অব্যবহৃত ডেটা নতুন প্যাকেজে যোগ হবে। সম্পাদনা – অলক কুমার