নিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত মাসিক বেতন প্রত্যাহার করে ফরম ফিলাপের দাবিতে টাঙ্গাইলে হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজির (হ্যাবিট) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রোববার (১৭ জানুয়ারি) সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত মসজিদ রোডস্থ হ্যাবিটের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে প্রায় ১০ মাস যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার’।
সেই সরকারি নির্দেশনা অমান্য করে আমাদের কাছ থেকে অতিরিক্ত বেতন পরিশোধের জন্য চাপ দেয়া হচ্ছে।
বেতন না দিলে ফরম ফিলাপ করতে দেওয়া হবে না বলে হুমকি দিচ্ছে কর্তৃপক্ষ।
তাই অতিরিক্ত মাসিক বেতন প্রত্যাহার করে ফরম ফিলাপের দাবি জানাচ্ছি।
অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
পরে উপজেলা ভাইস-চেয়ারম্যান নাজমুল হুদা নবীনের মধ্যস্থতায় বর্তমানে শুধু ফরম ফিলাপের টাকা জমা গ্রহণের প্রতিশ্রুতি দেন হ্যাবিট কর্তৃপক্ষ। সম্পাদনা – অলক কুমার