খবর বাংলা
,
ডেস্ক
অবশেষে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে শরিক দলের প্রার্থী হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
শনিবার বিকাল তিনটার দিকে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস আরার কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন শামীম শিবলী।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় সংসদীয় আসন ছয়টি। এর মধ্যে চারটিতে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করেছে। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি নিয়ে শরিক দলের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে। এই আসনটি গণসংহতি আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকিকে ছেড়ে দিয়েছে বিএনপি।
শনিবার বিকাল পর্যন্ত এই আসনে মোট ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস আরা জানান, শনিবার বিকাল পর্যন্ত ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া শনিবার বিকালে জোনায়েদ সাকির পক্ষে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তথ্য সূত্র : বাংলা ম্যাগাজিন











