ঢাকা, ১৯ মে — জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সোমবার (১৯ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে।
এর একদিন আগে, রবিবার (১৮ মে) সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। এরপর তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই দিন বিকেলেই তাকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে।
নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। মামলার এজাহারে ফারিয়ার পাশাপাশি আরও ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান, অপু বিশ্বাস এবং আশনা হাবিব ভাবনা।
মামলাটি দায়ের করেছেন এনামুল হক নামের এক ব্যক্তি। তিনি অভিযোগে উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন কর্মকর্তাসহ আরও তিন থেকে চারশ’ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মামলায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ায় এবং অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে নুসরাত ফারিয়াকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় তদন্ত চলছে এবং ফারিয়াকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।