রাজধানীর মতিঝিলে ঝটিকা মিছিল করার সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে স্থানীয়রা। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে গণপিটুনি দেওয়া হয়। বুধবার দুপুরের এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রায় ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের ১৫-২০ জন নেতাকর্মী ব্যানার হাতে মিছিল করার চেষ্টা করলে পেছন থেকে স্থানীয়রা ‘ধর ধর’ বলে ধাওয়া দেয়। এতে আতঙ্কিত হয়ে নেতাকর্মীরা দৌড়ে পালানোর চেষ্টা করেন, তবে কয়েকজনকে আটক করে মারধর করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।