বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান আবারও মাঠে নামছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। দিল্লি ক্যাপিটালসের হয়ে আসরের বাকি ম্যাচগুলো খেলবেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মোস্তাফিজকে দলে নেওয়া হয়েছে।
বুধবার (১৪ মে) নিজেদের ‘এক্স’ হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ওয়েবসাইটেও জানানো হয়, মোস্তাফিজকে ৬ কোটি রুপিতে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।
এর আগেও দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই মৌসুম খেলেছেন মোস্তাফিজ। ২০২২ সালে ৮ ম্যাচে ৮ উইকেট নেন ৭.৬৩ ইকোনমি রেটে। তবে ২০২৩ মৌসুমে খেলতে পেরেছিলেন মাত্র দুটি ম্যাচ। সবমিলিয়ে আইপিএলে এখন পর্যন্ত ৫৭ ম্যাচে ৬১ উইকেট রয়েছে তার ঝুলিতে।
প্রসঙ্গত, এবারের আইপিএল নিলামে কেউ তাকে দলে নেয়নি। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে চলতি আসরের মাঝপথে সুযোগ পেলেন আবার।
বর্তমানে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনায় সাময়িক বিরতির পর আসর আবার শুরু হচ্ছে আগামী শনিবার।