খবর বাংলা
,
ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, কুমিল্লার দেবিদ্বরে ২০০ জন আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়লগ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও সমাধান হয়নি। তিনি দাবি করেন, রিকনসিলিয়েশন কমিশন করা প্রয়োজন। তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন অগোচরে গঠিত হয়েছে এবং এখন নির্বাচনে টাকার খেলা চলছে।
এদিকে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা হবে। প্রয়োজনে আবারও আন্দোলনে নামবেন। তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিস্টদের কাউকে জামায়াতে নেয়া হচ্ছে না।
তথ্য সূত্র : যমুনা টিভি











