প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম এবং এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (ANFREL)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, সরকার চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে। তিনি এ নির্বাচনকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য হিসেবে দেখতে চান।
এএনএফআরইএল প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ তাদের কাজকে আরও ত্বরান্বিত করবে। তারা বাংলাদেশে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।