ঢাকা, ২০ মার্চ: আজ (২০ মার্চ) থেকে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হচ্ছে। জামায়াতে ইসলামী এই আলোচনা প্রক্রিয়ার অংশ হিসেবে সংস্কার প্রস্তাব বিষয়ক মতামত জমা দিয়েছে। বৃহস্পতিবার, কমিশনে জমা দেয়া এই মতামত সম্পর্কে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, তারা সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সুচিন্তিত মতামত প্রদান করেছেন। জামায়াত সংস্কার প্রক্রিয়ায় সহায়তা করার আশ্বাসও দিয়েছে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “তবে সব দল সব বিষয়ে একমত হবে, এমনটা সম্ভব নয়।” তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে নির্দিষ্ট সময় নয়, বরং ‘প্রয়োজনীয় সময়’ দিতে চান তারা।
আজ ঐকমত্য কমিশনের সাথে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এর বৈঠক অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের এলডি হলে বিকেল ৩টায় এই বৈঠক শুরু হবে। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলতে থাকবে।
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ জানান, “সংস্কার নিয়ে কমিশন কোনো চাপে নেই এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়া চলমান থাকবে।” তিনি জানান, দু-এক দিনের মধ্যে বিএনপির সাথে কমিশনের বৈঠক হবে।