চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সাতজন সক্রিয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার কালীগঞ্জ ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালনা করে আনোয়ারা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে থানার প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— একটি ডাকাতদল ওই এলাকায় বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালানোর চেষ্টা করে, পরে ধাওয়া করে সাতজনকে আটক করা হয়।
তিনি জানান, বুধবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে প্রায় ২০–২৫ জনের একটি দল চারটি সিএনজি নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশি অভিযানে সাতজনকে আটক করা সম্ভব হয়।
গ্রেপ্তাররা হলেন—পরৈকোড়া গ্রামের মো. সাকিব (২১), শাহাদাত হোসেন (২২), পটিয়ার ভান্ডারগাঁওয়ের মোহাম্মদ নেছার (২২), মো. সাইফুল ইসলাম (৩৫), গৌরনখাইন এলাকার মো. আরিফুল ইসলাম (২৫), শান্তির হাটের মো. হা বিব (২৩) এবং দক্ষিণ আশিয়াইশের মো. রাজীব চৌধুরী (২১)।
অভিযানে উদ্ধার করা হয়— ১টি এলজি, ১টি তাজা কার্তুজ, ১টি পাইপগান সদৃশ লোহার অস্ত্র, ১টি দেশীয় অস্ত্র, ৩টি বেসবল ব্যাট, ২টি জম্বি ব্যাট, ১টি তলোয়ার, ৫টি রামদা ও ১টি কুড়াল।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, “ডাকাতদলের এমন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ সর্বদা সজাগ। আটক সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”