নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমরা আওয়ামী লীগকে শত্রু মনে করি না, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে নির্দলীয় সরকারের অধীনে।
বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠ হয়নি, হবেও না। আমরা চাই জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার।
বাজারে জিনিসপত্রের দাম জনগণের সহনশীলতার মধ্যে থাকুক। তিনি আরো বলেন, সরকার গায়ের জোড়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।
২০১৪ সালে নির্বাচন না করে জগৎদল পাথরের মত পাঁচটি বছর ক্ষমতায় থেকেছেন।
২০১৮ সালে দিনের ভোট রাতে করে জগৎদল পাথরের মত চার বছর ধরে ক্ষমতায় বসে আছেন। আর আপনাদেরকে সময় দেয়া যাবে না।
সরকার বলে সংবিধান অনুয়ায়ী জাতীয় নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী ভোট মানে কি? জনগণের ভোট তো এই সরকারের আমলে নিরাপদ নয়।
আমরাও সংবিধান অনুযায়ী নির্বাচন চাই, সংবিধান অনুযায়ী নির্দলীয় নিরপেক্ষ সরকার হবে। সংবিধান অনুযায়ী জনগণ ভোট দিবে।
আমরা সংবিধানের আলোকে নির্বাচন চাই। সংবিধানে তো তত্তাবধায়ক সরকার ছিল, আপনারা জনগণকে ভয় পেয়ে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করেছেন।
আযম বলেন, এই দেশ জনগনের দেশ, এই রাষ্ট্রের মালিক জনগণ। জনগণ আবার তাদের অধিকার ফিরে পেতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য একের পর এক রক্ত দিয়ে যাচ্ছে।
রক্ত দিব, বসে থাকব না। জনগণের অধিকার প্রতিষ্ঠা না করে ঘরে ফিরে যাবো না।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পদযাত্রা কর্মসূচি শেষে টাঙ্গাইল শহরের শান্তিকূঞ্জ মোড়ে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন ও এড. ওবায়দুল হক নাসির।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।
এসময় জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার