আরো তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতকামী গোষ্ঠী হামাস। শনিবার (১ ফেব্রুয়ারি) দক্ষিণ গাজার খান ইউনিসে দুইজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপের চতুর্থ পর্যায়ে তাদের মুক্তি দিল হামাস। ইসরায়েল পরবর্তী সময়ে ইসরায়েলি কারাগারে বন্দি ১৮০ জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে।
তবে আলজাজিরা বলছে, তিন জিম্মির মুক্তির বিনিময়ে শনিবারই ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। মুক্তি পাওয়া ইসরায়েলিরা হলেন— ইয়ারদেন বিবাস (৩৪), মার্কিন-ইসরায়েলি কিথ সিগেল (৬৫) ও ফরাসি-ইসরায়েলি অফার ক্যালদেরন (৫৩)।
গাজার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটিতে একই রেড ক্রস কর্মকর্তাদের কাছে আমেরিকান-ইসরায়েলি নাগরিক কিথ সিগেলকে হস্তান্তর করা হয়। খান ইউনিস এবং গাজা উভয় স্থানে শত শত হামাস যোদ্ধাকে লাইনে দাঁড়িয়ে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
এর আগে, বৃহস্পতিবার থাইল্যান্ডের পাঁচজন ও তিন ইসরায়েলিসহ মোট আটজনকে মুক্তি দেয় হামাস। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পায় ১১০ ফিলিস্তিনি। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম ছয় সপ্তাহের ধাপে হামাস ৩৩ জন নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ ও আহত বন্দিকে মুক্তি দেবে। প্রতি বেসামরিক জিম্মির জন্য ইসরায়েল ৩০ জন বন্দি এবং প্রতি সেনার জন্য ৫০ জন বন্দিকে মুক্তি দেবে।
ফেব্রুয়ারির ৪ তারিখ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার কথা।