ছয় দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তবে দীর্ঘ তিন ঘণ্টার আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে সচিবালয়ে বৈঠক হয় শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের। বৈঠক শেষে ব্রিফিংয়ে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মো. মাশফিক ইসলাম বলেন, “আমরা আশা করেছিলাম শিক্ষা উপদেষ্টা ও সচিব বৈঠকে উপস্থিত থাকবেন। কিন্তু তারা আসেননি। আলোচনা হলেও তাতে কোনো দৃশ্যমান সমাধান পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজকের বৈঠকে ডেকে শুধু সময় নষ্ট করা হয়েছে।”
উল্লেখ্য, ছয় দফা দাবিতে বুধবার সারাদেশে রেল ও সড়কপথ অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে জনদুর্ভোগ চরমে ওঠে। আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ শিক্ষামন্ত্রণালয় আলোচনার উদ্যোগ নিলে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি স্থগিত করেন। তবে আজকের বৈঠক প্রত্যাশা পূরণ না করায় তারা আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।