আশুলিয়ার শ্রীপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঝটিকা মিছিলে ‘শেখ হাসিনা ফিরবে’ স্লোগান দেওয়ার ঘটনায় ছাত্রলীগের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা মুখে মাস্ক পরে হঠাৎ মিছিল বের করে ‘বর্তমান সরকার অবৈধ’ দাবি করে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তারা আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া থেকে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ ও গাইবান্ধার ছয় যুবক, যাদের বয়স ১৮ বছরের মধ্যে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ বলছে, তারা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে সংগঠিতভাবে এই কর্মসূচিতে অংশ নেয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।