খবর বাংলা ডেস্ক :
সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।
ডিবি পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শগ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাভার উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য আনোয়ার হোসেন জনি (৩২) এবং মো. অপু (২৮)।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম জানান, আনোয়ার হোসেন জনির বিরুদ্ধে চারটি এবং মো. অপুর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। তাদেরকে আশুলিয়া থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











