আশুলিয়ায় একাধিক ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার (৯ নভেম্বর) রাতে জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে মধ্য গাজিরচট এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
সোমবার (১০ নভেম্বর) সকালে জামগড়া আর্মি ক্যাম্প আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
অভিযান চলাকালে ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের এবং জব্দকৃত আলামত আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে যৌথবাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামগড়া, বাইপাইল ও ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাই, মোবাইল ও টাকা লুট, এমনকি পথচারী ও যাত্রীদের ওপর হামলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে আসছিল এই চক্রটি। যৌথবাহিনীর সফল অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানান বাসিন্দারা।
গ্রেপ্তাররা হলেন—
-
আফজাল (২৯), পিতা: ওহিদুল
-
আজহার (৩২)
-
রকিবুল (২৩)
-
জুঁই (২৬)
-
আরিফুল ইসলাম (২৩)
(সবাই মধ্য গাজিরচট, আশুলিয়া) -
কাওসার (২৪), উত্তর গাজিরচট, আশুলিয়া
যৌথবাহিনীর তথ্যমতে, ভুক্তভোগীদের অভিযোগ এবং এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে রোববার রাতে একযোগে ৫টি স্থানে অভিযান চালিয়ে চক্রটির ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা হয়েছে—
-
৯টি চাপাতি
-
১টি চাইনিজ কুড়াল
-
২টি ছুরি
-
৯টি মোবাইল ফোন (অপরাধের আলামত হিসেবে জব্দ)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন সড়কে সংঘবদ্ধভাবে ছিনতাই, ভয়ভীতি প্রদর্শন ও পথচারীদের ওপর হামলা চালিয়ে আসছিল।
যৌথবাহিনী জানায়, এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে এবং তাদের সঙ্গে জড়িত অন্য সদস্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।











