বরগুনার বেতাগী উপজেলায় ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা আশানুরূপ না হওয়ায় আত্মহননের পথ বেছে নিয়েছে কাওসার (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী। শুক্রবার (৪ জুলাই) গভীর রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখে উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
কাওসার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা এবং সুবিদখালি সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র ভালো না হওয়ায় কাওসার মানসিকভাবে ভেঙে পড়েছিল। বিষয়টি সে পরিবারের সঙ্গেও একাধিকবার শেয়ার করেছিল। শুক্রবার রাতে সবার অজান্তে সে গলায় ফাঁস দেয়।
পরিবারের সদস্যরা কাওসারকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাওসার শান্ত স্বভাবের মেধাবী ছাত্র ছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
বেতাগী থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।