ইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পেতে অনেক ব্যবহারকারীই সমস্যায় পড়েন। অ্যালগরিদম–নির্ভর রেকমেন্ডেশন সিস্টেম অনেক সময় ব্যবহারকারীর দেখার ধরন ভুলভাবে বিশ্লেষণ করে, ফলে হোম ফিড ভরে যায় অনাকাঙ্ক্ষিত কনটেন্টে। দীর্ঘদিনের এসব অভিযোগকে গুরুত্ব দিয়ে এবার পরীক্ষামূলকভাবে নতুন একটি ফিচার চালু করেছে ইউটিউব — ‘Your Custom Feed’।
ইউটিউব জানায়, অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন— কয়েকটি বাচ্চাদের ভিডিও বা ডিজনি ঘরানার কনটেন্ট দেখলেই প্ল্যাটফর্ম ধরে নেয় তারা নিয়মিত এসব ভিডিও দেখতে চান। ফলে পুরো হোম ফিডই বদলে গিয়ে অপ্রয়োজনীয় ভিডিও দেখাতে শুরু করে, যা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
নতুন ‘কাস্টম ফিড’ এই সমস্যার সমাধান দিতেই আনা হয়েছে। যাদের জন্য ফিচারটি চালু করা হয়েছে তারা হোমপেজে ‘Home’ বাটনের পাশে নতুন ‘Your Custom Feed’ অপশন দেখতে পারবেন।
এখানে ক্লিক করলেই একটি বক্স দেখা যাবে, যেখানে ব্যবহারকারী সরাসরি নিজেদের আগ্রহ অনুযায়ী প্রম্পট দিতে পারবেন — যেমন রান্না, ভ্রমণ, প্রযুক্তি বা বই। এসব আগ্রহ নির্বাচন করার পর ইউটিউব ভবিষ্যতে ফিড সাজাবে ঐ পছন্দকে অগ্রাধিকার দিয়ে।
বিশেষজ্ঞরা বলছেন, ফিচারটি জনপ্রিয় হলে ইউটিউব ব্যবহার অভিজ্ঞতায় বড় পরিবর্তন আসবে। এতদিন অনাকাঙ্ক্ষিত ভিডিও এড়াতে ব্যবহারকারীদের আলাদাভাবে ‘Not Interested’ বা ‘Don’t Recommend Channel’ অপশন ব্যবহার করতে হতো। নতুন ফিচারের মাধ্যমে একই কাজ আরও সহজ এবং সরাসরি করা যাবে।
বর্তমানে ‘Your Custom Feed’ সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। পরীক্ষায় সফল হলে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মেটার থ্রেডসও অ্যালগরিদম নিয়ন্ত্রণে নতুন ফিচার পরীক্ষা করছে। অন্যদিকে এক্স (টুইটার) কাজ করছে এমন ব্যবস্থায়, যেখানে ব্যবহারকারী তাদের এআই চ্যাটবট ‘Grok’–কে ট্যাগ করলেই ফিড পরিবর্তন হয়ে যাবে।
ইউটিউবের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিশেষজ্ঞদের মতে, এই নতুন কাস্টম ফিড ভবিষ্যতে অ্যালগরিদম নির্ভর সমালোচনা কমাতে বড় ভূমিকা রাখবে।











