ক্যারিয়ারের ১০০তম টেস্টে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার। শুধু তাই নয়, ক্রিকেট ইতিহাসের মাত্র ১১তম ব্যাটার হিসেবে নিজের ১০০তম টেস্টে সেঞ্চুরি করার সুযোগ তৈরি করেছেন তিনি।
মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের খেলা শেষ হওয়ার সময় মুশফিক ছিলেন ৯৯ রানে অপরাজিত। তিন অঙ্কে যেতে প্রয়োজন ছিল মাত্র ১ রান। ঠিক তখনই আলো স্বল্পতার অজুহাতে আয়ারল্যান্ড আম্পায়ারদের খেলা বন্ধের অনুরোধ জানায়, ফলে দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়।
১৮৭ বলে ৫ বাউন্ডারিতে ৯৯ রানে অপরাজিত আছেন মুশফিক। অন্যপ্রান্তে ৮৬ বলে দুই বাউন্ডারিতে ৪৭ রানে অপরাজিত লিটন দাস।
ঢাকা টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯২। মুমিনুল হক সৌরভ ১২৮ বলে ১ বাউন্ডারিতে করেন ৬৩ রান।
আগামীকাল মুশফিক মাত্র ১ রান করলেই ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরির দেখা পাবেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটি হবে তার ২২তম সেঞ্চুরি—টেস্টে ১৩টি, ওয়ানডেতে ৯টি।
এর আগে টস জিতে ব্যাটিং শুরু করে ভালো অবস্থান গড়লেও ওপেনাররা বড় ইনিংস গড়তে পারেননি। সাদমান ফেরেন ৩৫ রানে, মাহমুদুল হাসান জয় ৩৪ রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হন ৮ রানে। আইরিশ স্পিনার ম্যাকব্রাইন নেন দিনের সর্বোচ্চ ৪ উইকেট।











