দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিলেন। সেই নির্বাচনকে আবার জীবন্ত করতে জনগণ এখন ড. ইউনূসের ওপর আস্থা রেখেছে।”
শনিবার (১৯ এপ্রিল) নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান’।
রিজভী বলেন, “নির্বাচনের সময়সীমা নিয়ে যখন বলা হয় ডিসেম্বর, জুন কিংবা মার্চ—তখন জনগণের সেই আস্থা দুর্বল হয়ে পড়ে।”
তিনি আরও মন্তব্য করেন, “রাজনীতিতে বিভাজন ও ভুল বোঝাবুঝি বাড়লে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, যা জাতির জন্য ক্ষতিকর।”
এর আগে, সকালে বিএনপির নেতাকর্মীরা একটি র্যালি বের করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেনসহ অন্যান্য নেতারা।