দেশজুড়ে ইন্টারনেট খরচ কমাতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। নতুন করে তিনটি স্তরে ইন্টারনেট সেবার মূল্য হ্রাস পাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
সোমবার (২১ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ফাইবার অ্যাট হোম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে যে, আইটিসি পর্যায়ে ১০ শতাংশ, আইআইজি পর্যায়ে ১০ শতাংশ এবং এনটিটিএন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য কমানো হবে।
এর আগে, আইএসপি অ্যাসোসিয়েশন ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট দেওয়ার প্রতিশ্রুতি দেয়। একইসঙ্গে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি আইআইজি ও আইএসপি গ্রাহকদের জন্য ১০ শতাংশ এবং পাইকারি গ্রাহকদের জন্য আরও অতিরিক্ত ১০ শতাংশ মূল্য হ্রাস করেছে।
ফয়েজ তৈয়্যব বলেন, “এ পর্যন্ত ইন্টারনেট রেজিমের তিন থেকে চারটি স্তরে দাম কমানো হয়েছে। বাকি আছে কেবল মোবাইল অপারেটরদের পক্ষ থেকে মূল্য হ্রাসের ঘোষণা।”
তিনি জানান, সরকার ইতোমধ্যেই মোবাইল কোম্পানিগুলোকে ডিডব্লিউডিএম ও ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে। এমতাবস্থায় দাম না কমানোর কোনো যৌক্তিকতা নেই।
তিনি আরও বলেন, “সরকার মোবাইল অপারেটরদের প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিয়েছে এবং এখন সময় এসেছে তাদের জাতীয় এই উদ্যোগে অংশ নেওয়ার। মোবাইল ইন্টারনেটের দাম কমলে চলমান মূল্যস্ফীতিও কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যায়।”