ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলার গোপন প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল—এমন তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সামরিক তৎপরতা, বিমান মহড়া এবং অস্ত্র সরানোর মতো কার্যক্রম লক্ষ্য করা গেছে, যা সম্ভাব্য হামলার ইঙ্গিত দেয়। যদিও এসব কৌশল কূটনৈতিক চাপ তৈরির অংশও হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের একতরফা সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা যুক্তরাষ্ট্র এড়িয়ে চলতে চায়।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক আলোচনা অচলাবস্থায় রয়েছে। ওয়াশিংটন চায়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক, অন্যদিকে তেহরান বলছে, এটি তাদের অধিকার। ইসরায়েলও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘দুর্বল চুক্তি’ নিয়ে উদ্বিগ্ন।
গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইরানের গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা ইসরায়েলের পক্ষে কঠিন। তবে এক ইসরায়েলি সূত্র জানিয়েছে, প্রয়োজন হলে তারা এককভাবেও অভিযান চালাতে প্রস্তুত।