বিএনপির নেতা ইশরাক হোসেনের বক্তব্যকে ‘আবেগপ্রবণ’ উল্লেখ করে তাকে আরও ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২১ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এনসিপির জুলাই পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাদের হরতাল দেশের মানুষ আমলে নেয় না। বরং যা করছে, তা সন্ত্রাসী কর্মকাণ্ড। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।”
ইশরাক হোসেনের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সারজিস আলম বলেন, “তিনি উলঙ্গ করে মারার হুমকি দিয়েছেন, যা কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকের মধ্যে সম্মানবোধ বজায় থাকুক। ভালো কিছু প্রত্যাশা করলে নিজেকেও ভালো উদাহরণ হতে হবে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে যেভাবে ইশরাক ভাইকে দেখেছি, সেই দায়িত্বশীল ইশরাক হোসেনকেই আমরা দেখতে চাই।”
এ সময় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, নির্বাচন কমিশনের দেওয়া সময়ের মধ্যেই এনসিপির তথ্য ঘাটতি পূরণ করা হবে এবং নিবন্ধন ইস্যুতে কোনো সমস্যা নেই।