নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২১ মে) বেলা পৌনে ১২টার দিকে এনসিপির নেতাকর্মীরা ইসি ভবনের সামনে জড়ো হয়ে নানা ধরনের বক্তব্য দেন।
তাদের অভিযোগ, বর্তমান নির্বাচন কমিশন একটি বড় রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। তারা দাবি করেন, এই কমিশন জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় অযোগ্য।
এনসিপি নেতারা অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন ঘোষণার আহ্বান জানান এবং বর্তমান কমিশনারদের পদত্যাগ ও কমিশন পুনর্গঠনের দাবি তোলেন।
এদিকে, বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে নির্বাচন ভবনের চারপাশে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সকাল থেকেই পুলিশ কঠোর অবস্থানে রয়েছে, এবং ভবনের সামনের রাস্তায় কাঁটাতারের ব্যারিকেড বসানো হয়েছে।