আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৭ মে) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই ছুটি নিশ্চিত করতে ১৭ ও ২৪ মে—শনিবার দুই দিন অফিস করতে হবে সরকারি কর্মকর্তাদের।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ছুটির এই সূচি নির্ধারিত হয়েছে।
এর আগে ঈদুল ফিতরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিনের ছুটি উপভোগ করেন।