ঈদের আগের ৪ দিনে সাড়ে ১৩ কোটি টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা
বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা

নিজস্ব প্রতিবেদক : এবার ঈদের আগের আগের চার দিনে (৯৬ ঘন্টায়) এক লাখ ৮৪ হাজার ৩৩টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে।

এ থেকে সেতুর টোল আদায় হয়েছে ১৩ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার ১০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদ সামনে রেখে গত ৭ জুন থেকে যানবাহনের চাপ বাড়তে শুরু হয়।

স্বাভাবিক অবস্হায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হয়।

আরো পড়ুন – ভূঞাপুরে কিশোর গ্যাংয়ের হামলায় প্রবাসী আহত

কিন্তু গত বুধবার রাত থেকে যানবাহনের চাপ দ্বিগুণ হয়।

বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ পর্যন্ত ৪০ হাজার ৯০৬টি যানবাহন সেতু পারাপার হয়।

এতে টোল আদায় হয় ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা।

পরের ২৪ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১১টা ৫৯ পর্যন্ত ৫৩ হাজার ৭০৮ টি যানবাহন পারাপার হয়েছে।

এ সব যানবাহন থেকে টোল আদায় হয়েছে তিন কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।

১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর টোল আদায়ে অতীতের সকল রেকর্ড ভঙ্গ হয় ওই দিন (বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১১টা ৫৯ পর্যন্ত)।

সেতু চালু হওয়ার পর সর্বোচ্চ টোল আদায় হয়েছে।

বঙ্গবন্ধু সেতু’র সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১১টা ৫৯ পর্যন্ত ৫৯ পর্যন্ত ৫১ হাজার ৯৫১টি যানবাহন সেতু পারাপার হয়।

এতে টোল আদায় হয় ৩ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা।

শনিবার রাত ১২ টা থেকে রোববার রাত ১১টা ৫৯ পর্যন্ত ৩৭ হাজার ৪৬৮ টি যানবাহন সেতু পারাপার হয়।

এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৫ লাখ ৯১ হাজার ৯৫০ টাকা।

টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক (উত্তর) রফিকুল ইসলাম সরকার জানান, প্রতি ঈদের ছুটি শুরু হলে বঙ্গবন্ধু সেতু হয়ে যানবাহন পারাপার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়। তাই যানজটের সৃষ্টি হয়।