কক্সবাজারের উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার পিস এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ফারির বিল এলাকায় অবস্থান নেয়। রাতে মায়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করতে দেখা যায়। টহলদল চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা তিনটি কালো ব্যাগ ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগগুলো তল্লাশি করলে খাকি স্কচটেপে মোড়ানো নীল বায়ুরোধী ৩৬ কেটে রাখা মোট ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল ও আশপাশ এলাকায় রাতভর চিরুনি অভিযান চালানো হলেও পলাতক চোরাকারবারিদের কাউকে আটক করা যায়নি।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষা, মাদকদমন ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”











