রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থিত ‘টাইগার বার’-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মদ জব্দ করেছে র্যাব। বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে শুরু হওয়া এই অভিযানে পাঁচতলা ভবনের তিনটি ফ্লোর থেকে প্রচুর বিদেশি মদ ও বিয়ারের ক্যান জব্দ করা হয়।
র্যাব জানায়, লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিলো এই বারটি। অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক পালিয়ে গেলেও ম্যানেজার, ক্যাশিয়ারসহ চারজনকে আটক করা হয়েছে।
র্যাব কর্মকর্তারা জানান, বারটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কোনো অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। আমদানিকৃত বিদেশি মদের ক্ষেত্রে কাস্টমস ক্লিয়ারেন্সেরও কোনো বৈধ কাগজপত্র ছিল না।
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ বিক্রির সঙ্গে জড়িত ছিল বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযানে জব্দকৃত মদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।