রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের স্মরণে শোক প্রকাশ করে হাইকোর্ট বিভাগের আজকের (মঙ্গলবার) অর্ধদিবসের বিচারিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ দুপুরের পর বন্ধ থাকবে। তবে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পূর্ণ সময় চলবে।’
এর আগে, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার এ কে খন্দকার বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনের উপর বিধ্বস্ত হয়।
সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ৭৮ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা।