রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে অভিযান করে তাদের আটক করা হয়। পুলিশ জেরা ও তদন্তের স্বার্থে এখনই গ্রেফতারকৃতদের নাম প্রকাশ করছে না।
ঘটনার দিন, রোববার বিকেলে বি.আর.টিসি’র ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হলে উত্তরায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সেখান থেকে কিছু শিক্ষার্থী ও বহিরাগতরা ঢাবির বাসে হামলা ও ভাঙচুর চালিয়ে বাহিরে দাঁড়ানো শিক্ষার্থীদের লক্ষ্যেও আগুন ছুড়ে নিক্ষেপ করেন। এতে বাসের ভেতরে থাকা কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হন।
হামলার পর শিক্ষক পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ঘটনাস্থলে গিয়ে পুলিশকে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। আহতদের চিকিৎসা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের তদারকি করেন তারা।
পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযোগের সত্যতা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।