উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায়। মোনাকোতে অনুষ্ঠিতব্য এই ড্র ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে তুমুল উত্তেজনা। প্রথম রাউন্ডের ম্যাচগুলো শুরু হবে আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর।
৩৬ দলের অংশগ্রহণে এবারের আসরে থাকছে না প্রচলিত গ্রুপ পর্ব। পরিবর্তে অনুষ্ঠিত হবে লিগ ফরম্যাটে প্রতিযোগিতা। প্রতিটি দল খেলবে ৮টি ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে—৪টি হোম ও ৪টি অ্যাওয়ে ম্যাচ। কারা কার বিপক্ষে খেলবে, তা নির্ধারণ করবে বিশেষ সফটওয়্যার।
প্রথমবারের মতো মূল আসরে জায়গা করে নিয়েছে চার নতুন ক্লাব—সাইপ্রাসের পাফোস এফসি, নরওয়ের বোডো, কাজাখস্তানের কাইরাত আলমাটি এবং বেলজিয়ামের চ্যাম্পিয়ন ইউনিয়ন সেইন্ট-জিলোয়া। এছাড়া বাছাইপর্ব থেকে আরও তিনটি দল জায়গা পেয়েছে মূল পর্বে। এর বাইরে লিগ পারফরম্যান্সের ভিত্তিতে আগে থেকেই নিশ্চিত হয়েছে ২৯টি ক্লাব।
ড্রয়ের জন্য দলগুলোকে রাখা হবে চারটি পটে, প্রতিটিতে ৯টি করে দল। প্রতিটি দল ভিন্ন ভিন্ন পট থেকে দুইটি করে প্রতিপক্ষ পাবে। তবে একই দেশের ক্লাব একে অপরের বিপক্ষে খেলবে না, এবং সর্বোচ্চ দুটি ভিন্ন দেশের ক্লাবের বিপক্ষে খেলার সুযোগ পাবে।
বিশ্বসেরা ক্লাবগুলোর এই প্রতিযোগিতা ঘিরে সমর্থকদের মধ্যে আগ্রহ এখন তুঙ্গে।