নিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বিএনপির কাছে পাকিস্তানি ভাল।
রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করেছি, সেই দেশেকে পাকিস্তান হতে দেওয়া যাবে না।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের প্রসঙ্গে জবাবে তিনি বলেন, তাদের বাংলাদেশ ভাল না লাগলে তারা পাকিস্তানে চলে যাক।
আপনি পাকিস্তনে গিয়ে দেখেন কেমন লাগে। এই দেশকে আমরা পাকিস্তান বানাতে দেব না।
এতে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো ১০ বছর ক্ষমতায় থাকতে হয় থাকবে। তাতে কোন অসুবিধা নেই।
তবু পাকিস্তানের পক্ষের কোন লোককে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। তারা মা বোনের সম্ভ্রমহানী করেছে। ত্রিশ লাখ মানুষকে হত্যা করেছে।
এ কারণে পাকিস্তানী আদর্শের কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। এদেশ হবে মানুষের দেশ। দানবের দেশ নয়।
বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কোন ব্যক্তির নয়, কোন গোষ্ঠির নয়; বঙ্গবন্ধু সার্বজনীন।
বঙ্গবন্ধু সব দলের না হওয়া পেছনে আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের ব্যর্থতার কারণে বঙ্গবন্ধুকে বিতর্কিত করা হয়েছে।
বঙ্গবন্ধুকে তারা দলীয় নেতা বানিয়েছে। বঙ্গবন্ধু সমগ্র বাংলাদেশের, সকল নির্যাতিত মানুষের নেতা, মানবতার নেতা।
কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য এ এইচ এম আব্দুল হাইয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতিক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কাদের সিদ্দিকীর ছোট ভাই সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী, বোন রহিমা সিদ্দিকী, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুস ছালাম চাকলাদার, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, সখিপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন সজিব, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতী হাসরত খান ভাসানী প্রমুখ।
সভায় জেলা ও উপজেলা কৃষক শ্রমিক জনতীলীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।