এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার দেশের গড় পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫৮.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে ইংরেজি বিষয়ে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও বকশিবাজারের আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।
বোর্ডভিত্তিক পাসের হার
-
ঢাকা বোর্ড: ৬৪.৬২%
-
রাজশাহী বোর্ড: ৫৯.৪০%
-
চট্টগ্রাম বোর্ড: ৫২.৫৭%
-
দিনাজপুর বোর্ড: ৫৭.৪৯%
-
ময়মনসিংহ বোর্ড: ৫১.৫৪%
-
যশোর বোর্ড: ৫০.২০%
-
সিলেট বোর্ড: ৫১.৮৬%
-
কুমিল্লা বোর্ড: ৪৮.৮৬%
-
বরিশাল বোর্ড: ৬২.৫৭%
গত বছর (২০২৪) গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ, যা এবার প্রায় ১৯ শতাংশ কমেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় ৭৮ হাজার।
মেয়েরা এগিয়ে
এবারও পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। মোট পাস করা শিক্ষার্থীর মধ্যে মেয়েরা ছেলেদের চেয়ে ৫৯ হাজার ২৩২ জন বেশি। জিপিএ-৫-এও মেয়েরা এগিয়ে আছে ৪ হাজার ৯৯১ জন।
পরীক্ষার্থী ও অংশগ্রহণ
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার জন্য ফরম পূরণ করেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলেদের সংখ্যা ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং মেয়েদের ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারা দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
২০০৫ সালের পর এটিই সবচেয়ে কম পাসের হার। ফল মূল্যায়ন করা হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।