আসন্ন শারদীয় দুর্গোৎসবে সারাদেশে ৩৩ হাজার পূজা মণ্ডপ স্থাপিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, পূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি পূজা মণ্ডপ কমিটির সদস্যদের মধ্য থেকে দিনে ৩ জন এবং রাতে ৪ জন করে পুলিশ পাহারায় দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, ঢাকায় প্রতিমা বিসর্জনের সময় একটি নির্দিষ্ট লাইন অনুসরণ করতে হবে এবং সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জন সম্পন্ন করতে হবে।
উপদেষ্টা আরও বলেন, “গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়েছিল, এবারও আরও শান্তিপূর্ণভাবে হবে বলে আশা করা যাচ্ছে। পূজা আয়োজক কমিটির পক্ষ থেকেও কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি।”
নিরাপত্তা জোরদারে এবার বিশেষ অ্যাপস চালু করা হবে, যার মাধ্যমে যে কোনো ঘটনা তাৎক্ষণিকভাবে জানানো যাবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন,
“দুর্গোৎসবকে কেন্দ্র করে মণ্ডপের আশপাশে মেলায় মাদকের আড্ডা সহ্য করা হবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”