বঙ্গোপসাগরে চলতি মে মাসের ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া.কম-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। একইসঙ্গে সিলেট বিভাগে সম্ভাব্য বন্যার পূর্বাভাস দিয়েছেন তিনি।
সোমবার (১২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, সিলেট ও সুনামগঞ্জ জেলাগুলোর ওপর নিয়মিত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে বিভিন্ন আবহাওয়া মডেল। এতে করে হাওর অঞ্চলগুলো পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে এসব এলাকায় বন্যা দেখা দিতে পারে। তাই এখনও যেসব হাওরে ধান কাটা বাকি, সেগুলো ২০ মে’র মধ্যে কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে রোববার দেওয়া পূর্বাভাসে পলাশ জানান, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ‘শক্তি’। এটি ২৪ থেকে ২৬ মের মধ্যে ভারতের ওড়িশা ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী এলাকায় আঘাত হানতে পারে। তবে পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূলে আঘাত হানার সম্ভাবনাও বেশি রয়েছে।