টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় মানব পাচার, চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে এক ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় সচেতন জনসাধারণ।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভুক্তভোগীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলেঙ্গা অঞ্চল উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, ব্যবসা ও বসবাসের জন্য এ অঞ্চল অনেকেই বেছে নেন। কিন্তু সম্প্রতি মতিউর নামের এক ব্যক্তি নিজেকে সাংবাদিক, এনজিও কর্মী ও মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে এলাকাজুড়ে প্রতারণা ও চাঁদাবাজিতে লিপ্ত রয়েছেন।
স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিদের নাম ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন বলে অভিযোগ করেন বক্তারা। এলেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতির মাধ্যমে চাঁদাবাজির টাকা ফেরতের ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন।
বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মতিউর গংদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় টাঙ্গাইলসহ সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন এলেঙ্গা প্রেসক্লাব সভাপতি রমজান আলী। প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাছুদুর রহমান মিলন। এছাড়াও বক্তব্য রাখেন কালিহাতী প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, স্থানীয় রাজনৈতিক দল, ব্যবসায়ী ও হকার সংগঠনের নেতারা।