নয়াদিল্লি, ১৯ মে — সাম্প্রতিক ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা ঘোষণা দিয়েছে, আপাতত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত কোনো টুর্নামেন্টে অংশ নেবে না ভারত।
ভারতের শীর্ষ দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বিসিসিআই শ্রীলঙ্কায় আগামী মাসে অনুষ্ঠিতব্য নারী ইমার্জিং এশিয়া কাপ এবং সেপ্টেম্বরে নির্ধারিত পুরুষদের এশিয়া কাপ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। বিষয়টি ইতোমধ্যে মৌখিকভাবে এসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে।
বিসিসিআই সূত্র বলছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির নেতৃত্বে আয়োজিত কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়ার বিষয়ে ভারতের মধ্যে ঐকমত্য রয়েছে। বিসিসিআই এই বিষয়ে ভারতের সরকারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে।
এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কায় পড়েছে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য পুরুষদের এশিয়া কাপ। পূর্বঘটনার পুনরাবৃত্তি আশঙ্কা করা হচ্ছে, কারণ ২০২৩ সালের এশিয়া কাপেও ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়ে শ্রীলঙ্কায় তাদের ম্যাচ আয়োজন করে।
এবার বিসিসিআই পুরো টুর্নামেন্ট থেকেই নিজেদের সরিয়ে নেওয়ায় আসরটি আয়োজন নিয়েই তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।