আগামী দিনে রাজনৈতিক লড়াই আরও কঠিন হতে পারে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।
মনোনয়ন নিয়ে দলের ভেতরে অসন্তোষের গুঞ্জনের প্রেক্ষাপটে তিনি এই বার্তা দেন। সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী দেওয়া হয়েছে। এখানে ব্যক্তি নয়, দলই মুখ্য—এ কারণে ধানের শীষ প্রতীকের গুরুত্ব সবার আগে রাখতে হবে।
তিনি আরও বলেন, সামনে সময় অত্যন্ত চ্যালেঞ্জের এবং দল ঐক্যবদ্ধ না হলে বড় ধরনের বিপদের মুখে পড়তে হতে পারে। আন্দোলনের সময় যেমন মানুষের সঙ্গে সম্পৃক্ততা তৈরি হয়েছিল, ঠিক তেমনি দেশ গড়ার পরিকল্পনা সম্পর্কেও জনগণকে যুক্ত করতে হবে।
বর্তমান প্রচারণায় একজনকে ভালো এবং অন্য সবাইকে খারাপ দেখানোর প্রবণতা গণতন্ত্রের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে এমন প্রচার চলেছে এবং এখনো একই ধারা অব্যাহত রয়েছে। এই প্রচারণার পরিবর্তন জরুরি।
দেশের অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক কাঠামো দুরবস্থার মধ্যে রয়েছে। এই পরিস্থিতি পরিবর্তনে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।











